পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পুজোয় এবার কড়া নিরাপত্তা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুর জেলায় আসন্ন দূর্গা পুজো উপলক্ষে থাকছে প্রায় সাড়ে পাঁচ হাজার পুলিশ। জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে এবং পূজা মন্ডপগুলিতে থাকবে বিশেষ পুলিশে নিরাপত্তা। পাশাপাশি জেলাতে এবছর মোট ১৭৮৯টি পুজো বড় হচ্ছে। সেগুলিতে ইতিমধ্যে সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দফায় দফায় পরিদর্শন করছেন জেলা পুলিশের আধিকারিক। মঙ্গলবার এই নিয়েই তমলুকের নিমতৌড়িতে সাংবাদিক বৈঠক করলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। প্রত্যেকটি দুর্গাপুজো মণ্ডপে পুলিশ মোতায়েন সহ শহরের বিভিন্ন রাস্তাঘাটে পুলিশি টহলদারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
Home রাজ্য দক্ষিণ বাংলা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ১৭৮৯ টি পুজোয় দর্শনার্থীদের নিরাপত্তায় জেলায় সাড়ে পাঁচ...