ডিএসএ ক্লাবের ১৫ তম বর্ষের দুর্গাপুজোর উদ্বোধন।

0
14

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদ:- অনাবিল আনন্দে জীবনশুরুর সময় শৈশব। পৃথিবীকে প্রথম চেনার সময়ও। উৎসবে সব থেকে খুশি হয় শিশুরাই। তাই এবারে দুবরাজপুরের ডিএসএ ক্লাবের দুর্গাপুজোর থিম ভাবনা শৈশব। গতকাল মঙ্গলবার মহাপঞ্চমীর সন্ধ্যায় দুবরাজপুরের ডিএসএ ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক, দুবরাজপুর পৌরসভার উপপৌরপতি মির্জা সৌকত আলী, কাউন্সিলার সাগর কুণ্ডু, সহ বিশিষ্টজন এবং ক্লাবের সদস্যরা। উপস্থিত অতিথিদের ডিএসএ ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয়। এবারে দুর্গাপুজোর ১৫ তম বর্ষে থিম ভাবনা শৈশব বিষয়ে আলোকপাত করেন উপস্থিত অতিথিরা। সবশেষে নৃত্য শিল্পীরা নৃত্য করতে করতে পুজো মণ্ডপে অতিথিদের নিয়ে যায়। তারপর ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে দুর্গাপুজোর উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। দুর্গা প্রতিমা এবার অন্য ভাবনায় করা হয়েছে। তাঁদের ভাবনা শুধু প্রতিমাতেই না, প্রতি ‘মা’তেই দুর্গা থাকে। তবে এবারে থিমের মাধ্যমে শৈশবকে তুলে ধরা হয়েছে। বর্তমানে ছোট থেকে বড় সকলেই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। তাই নিজেদের শৈশবকে ভুলে না যায় তার জন্যই এই ভাবনা। এবারে দুর্গাপুজোর বাজেট আনুমানিক ১৫ লক্ষ টাকা। এবারে থিম পেপারের কাগজ কাটিং, কাঠের সামগ্রী, কাঠবোর্ড ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে। দূষণ রুখতে প্লাস্টিক বর্জন করা হয়েছে। তাই সকলকে ডিএসএ ক্লাবের দুর্গাপুজো দেখার আহ্বান জানান ক্লাবের সদস্য সৌরভ মণ্ডল।