নারী শক্তির আহ্বান সাথে পরিবেশ রক্ষার বার্তা এই থিম নিয়েই এবারের দুর্গোৎসবে দর্শনার্থীদের নজর কাড়ছে বালুরঘাট অভিযাত্রী ক্লাব।

0
14

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- নারী শক্তির আহ্বান সাথে পরিবেশ রক্ষার বার্তা এই থিম নিয়েই এবারের দুর্গোৎসবে দর্শনার্থীদের নজর কাড়ছে বালুরঘাট অভিযাত্রী ক্লাব। সম্পূর্ণ পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে হীরক জয়ন্তী বর্ষে এবার অভিযাত্রী ক্লাবের মাতৃ বন্দনা। বিভিন্ন নারী মূর্তির আকৃতিতে মাতৃশ্যক্তির বন্দনা করছে মন্ডপ প্রাঙ্গণ। সাথে রয়েছে পরিবেশবান্ধব সাবেকি দুর্গা প্রতিমা। সমুদ্র তলে বসবাসকারী শান্তির প্রতীক দুর্গা মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে অভিযাত্রী ক্লাবে। ৬০তম বর্ষের এবছরের অভিযাত্রী ক্লাবের দুর্গোৎসব মাতৃশক্তির বন্ধনায় ব্রতী হয়েছে। সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপ এবং মাতৃ প্রতিমা। দর্শনার্থীদের কাছে মাতৃ শক্তি এবং পরিবেশ বান্ধবের দুর্গোৎসবের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ ও বালুরঘাট অভিযাত্রী ক্লাবের।