প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – পশ্চিমবঙ্গ অসংগঠিত মহিলা কর্মী এসোসিয়েশনের পক্ষ থেকে হয়ে গেল বস্ত্র বিতরণী অনুষ্ঠান। ষষ্ঠীর মহালগ্নে যেমন মা দুর্গার আবাহনের ব্যস্ত আপামর বাঙালি ঠিক সেই সময় দুস্থ মাতৃদের হাতে বস্ত্র তুলে দিলেন পশ্চিমবঙ্গ অসংগঠিত মহিলা কর্মীরা। এই মহিলার সংগঠন দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করে চলেছেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায়। তেমনি হাওড়া জেলায় বিভিন্ন শাখা থেকে তারা কাজ করছেন। মানিকপুর বেলতলায় তাদের শাখা সংগঠনের পক্ষ থেকে মহিলাদের হাতে বস্ত্র বিতরণ করলেন। মূলত এই সংগঠন অসহায় মহিলাদের শিক্ষা ও কর্মসংস্থান এর সাহায্য করে থাকেন। এছাড়া দুঃস্থ মহিলাদের আইনি পরামর্শ দিয়ে থাকেন। হাওড়া জেলা বিভিন্ন এলাকায় তারা মহিলাদের এই আইনি সহায়তা করেছেন এমনি জানালেন সংস্থার কর্মী ফাতেমা বিবি। এছাড়া মহিলাদের উচ্চশিক্ষা সহায়তা করা এবং কর্মসংস্থানের জন্য স্বনির্ভর প্রকল্প গড়ে তাদের হাতে তৈরি বস্ত্র বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দুঃস্থ মহিলাদের সহায়তা করে থাকেন এমনই জানালেন সংগঠনের সাধারণ সম্পাদিকা। পুজোর সময় বস্ত্র ও শীতকালে কম্বল বিতরণ করা হয়। মোট ১৩০ জন মহিলার জন্য বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হল দুর্গাপূজা উপলক্ষে মানিকপুর বেলতলা ও সাঁকরাইল শাখার পক্ষ থেকে এমনি জানালে সংস্থার মহিলা কর্মীরা।
- রাজ্য
- দক্ষিণ বাংলা
- দুর্গা পূজা ২০২৪
- দুর্গা পুজা ফ্যাশন এবং রেসিপি
- দেশ
- বনেদি বাড়ি এবং গ্রাম বাংলার দুর্গাপুজা
- বিনোদন
- বিবিধ
- লাইফস্টাইল
- হাওড়া