দশমী পুজো শেষ হতে দক্ষিণ দিনাজপুর জেলা মানুষ মেতে ওঠে সিঁদুর খেলায়।

0
18

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবাংলা উতসব মুখর বাংলা, একটা উৎসব শেষ হলে আআরেকটি উৎসব সেই রকমই দুর্গাপুজোর দশমী পুজো শেষ হতে দক্ষিণ দিনাজপুর জেলা মানুষ মেতে ওঠে সিঁদুর খেলায়।সেই রকমই আজ দশমী হট বিসর্জন হওয়ার সঙ্গে সঙ্গে পাড়ার মহিলারা মেসে ওঠা মা দুর্গার পায়ে সিঁদুর দিয়ে মহিলারা নিজেদের মধ্যে খেলে সিন্ধুর।তাদের বক্তব্য মায়ের পায়ে সিঁদুর দিলে সংসারে সুখ সুখ শান্তি যেতে হয়, সংসার সব রকম অশুভ শক্তি দূর হয় এবং স্বামী সন্তান নিয়ে তারা সুখে শান্তিতে সংসার করে। এই আশা নিয়ে মহিলা মা দুর্গার পায়ে সিঁদুর ঠেকিয়ে তাদের কামনা বাসনা কামনা করেন দক্ষি দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মহিলারা।তাদের কামনা মায়ের কাছে একটি সেটি সারা বছর সংসার সুখ শান্তি তে ভড়ে থাকে।