এ এক অন্য ভালোবাসার ছবি! জটেশ্বরের নবনগর এলাকার টোটোচালক বিনোদ দাস ও স্ত্রী সুখী সরকার এর।

0
16

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- এ এক অন্য ভালোবাসার ছবি! জটেশ্বরের নবনগর এলাকার টোটোচালক বিনোদ দাস। স্ত্রী সুখী সরকার। বছর পাঁচেক আগে টাইফয়েডের ‘অভিশাপে’ চলৎশক্তি হারিয়েছেন সুখী। দুই সন্তানের মা আর চলাফেরা করতে পারেন না। সুখী-বিনোদের দুই ছেলের একজনের বয়স ৮ বছর, আরেকজন ৫ বছরের। ১১ বছর আগে সুখীকে ভালোবেসে বিয়ে করেছিলেন বিনোদ। সেই ভালোবাসা থেকেই পুজোয় স্ত্রীকে মা দুর্গার মুখ দেখাতে পিঠে বয়ে নিয়ে চললেন তিনি। নবমীর সন্ধেয় আলিপুরদুয়ারের ফালাকাটার পুজোমণ্ডপে ভিড়ের মাঝে এমন দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন সকলে। এ এক দৃশ্য বটে! স্ত্রীকে পিঠে নিয়ে নিয়ে ঠাকুর দেখাচ্ছেন স্বামী। একটার পর একটা মণ্ডপে নিয়ে চলেছেন ক্লান্তিহীনভাবে।  দুজনের মুখে নির্মল হাসি। আর এভাবে দুর্গাপুজোয় ঠাকুর দেখে অত্যন্ত সুখীর যেন সীমাহীন সুখ! সকলে বলছেন, নাম সার্থক করে আজ তিনিই প্রকৃত ‘সুখী’। প্রতি বছর এভাবেই যেন তাঁরা দুর্গাদর্শন করতে পারেন।