কালিতলা ক্লাবের উদ্যোগে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত হয়েছে দশেরা বা রাবণ বধ অনুষ্ঠান ৷

0
19

নিজস্ব সংবাদদাতা, মালদা—কালিতলা ক্লাবের উদ্যোগে মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত হয়েছে দশেরা বা রাবণ বধ অনুষ্ঠান ৷ মালদা শহরের বাসিন্দা।রামের ভূমিকায় সৌরবেন্দ্র নারায়ণ চৌধুরী, লক্ষ্মণের ভূমিকায় সৌমাদিত্য নারায়ণ চৌধুরী।রাম ও লক্ষ্মণ সেজে প্রথমে সারা মাঠ ঘুরে দর্শকদের থেকে অনুমতি নেন ৷ পরে আতসবাজির তির ছুঁড়ে রাবণ বধ করেন ৷

“গত ২৬ ধরে এই অনুষষ্ঠা হয়ে আসছে এবছ ২৭ তম বছরে পদার্পণ করছে ৷ জেলা ক্রীড়া সংস্থার মাঠে এবারও প্রতীকী রাম ও লক্ষ্মণ, রাবণ-সহ কুম্ভকর্ণ ও মেঘনাথ বধ করে ৷ পাশাপাশি মালদাবাসীর কাছে আতসবাজি প্রদর্শনী তুলে ধরেছি ৷ এই অনুষ্ঠানকে ঘিরে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে দমকল, ইংরেজবাজার থানার পুলিশ, মেডিকেল ক্যাম্প-সহ সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ৷” রাবণ বধ অনুষ্ঠান দেখতে জনসাধারণের ভিড় ছিল চোখে পড়ার মতো ৷উপস্থিত ছিলেন পুলিশ সুপার,পৌরসভা চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।