আত্রেয়ী নদীতে প্রতিমা বিসর্জন দিতে এসে তলিয়ে যায় তিন জন। দুই জনকে জীবিত উদ্ধার করা গেলেও, এখনো নিখোঁজ একজন।

0
25

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: নদীতে প্রতিমা বিসর্জন করতে এসে তলিয়ে গেল ২ ব্যক্তি। ঘটনা পরবর্তী সময়ে ১ জন ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলেও খবর লেখার সময় অবধি অপর এক ব্যক্তি নিখোঁজ। মৃত ব্যক্তির নাম শ্যামল কর দত্ত(৬৫)। মৃত ব্যক্তির বাড়ী বালুরঘাট শহরের খাদিমপুর কাঠালপাড়া এলাকাতে। অপর নিখোঁজ ব্যক্তির নাম অংশুমান নন্দী(৩৫)। বাড়ী বালুরঘাটের সন্ধ্যা সিনেমা হল এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে সোমবার ঐ ৩ জন ব্যক্তি বালুরঘাটে কংগ্রেস পাড়া আত্রেয়ী নদী ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে আসে। প্রাথমিকভাবে জানা গেছে প্রতিমা বিসর্জনের সময় ঐ ৩ জন ব্যক্তি তলিয়ে যায় আত্রেয়ী নদী বক্ষে। এরপর স্থানীয়রা এক ব্যক্তিকে উদ্ধার করলেও বাকি ২ জন তলিয়ে যায় আত্রেয়ী নদী বক্ষে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। আত্রেয়ী নদী বক্ষে শুরু হয় তল্লাশি অভিযান। যার পরে শ্যামল কর দত্ত নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। নিখোঁজ ব্যক্তির সন্ধানে বর্তমানে চলছে তল্লাশি।

শেষ পাওয়া খবর মঃ- বালুরঘাটের আত্রেয়ী নদীর কংগ্রেস ঘাটে প্রতিমা বিসর্জন দিতে এসে তলিয়ে যায় তিন জন। দুই জনকে জীবিত উদ্ধার করা গেলেও, এখনো নিখোঁজ একজন। নিখোঁজ যুবকের নাম অংশু নন্দী (৩৫)