বালুরঘাটের থানা মোড়ে অবস্থিত মঙ্গল পান্ডে শহীদ বেদীর সামনে ৭৮ টি প্রদীপ প্রজ্জলন করে নোয়াখালী দাঙ্গার স্মৃতিচারণ করা হয় হিন্দু সংহতির পক্ষ থেকে।

0
17

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ :-নোয়াখালী দাঙ্গার স্মৃতিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানালো হিন্দু সংহতি। এদিন বালুরঘাটের থানা মোড়ে অবস্থিত মঙ্গল পান্ডে শহীদ বেদীর সামনে ৭৮ টি প্রদীপ প্রজ্জলন করে নোয়াখালী দাঙ্গার স্মৃতিচারণ করা হয় হিন্দু সংহতির পক্ষ থেকে।

১৯৪৬ সালের অক্টোবর – নভেম্বর মাসে তৎকালীন পূর্ববঙ্গের নোয়াখালীতে স্থানীয়দের দ্বারা সংঘটিত ধারাবাহিক গণহত্যা, ধর্ষণ, অপহরণ, হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হিন্দুদের ওপর এই গণহত্যা শুরু হয়েছিল ১৯ ৪৬ সালের ১০ অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূজার দিন। সেই ঘটনার ৭৮ বছর পর, নিহতদের স্মরণ করে এদিন বালুরঘাটের থানা মোড়ে ৭৮ টি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়।