উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা কালীমাতা পুজোর প্রস্তুতি শুরু হলো এদিন থেকে।

0
9

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা কালীমাতা পুজোর প্রস্তুতি শুরু হলো এদিন থেকে। এবছর আগামী ২২শে নভেম্বর বোল্লা কালীপুজো অনুষ্ঠিত হবে। এদিন বোল্লা কালী মন্দিরের পার্শ্ববর্তী পুকুর থেকে প্রতিমা তৈরীর কাঠামো তুলে পূজোর প্রস্তুতি শুরু হলো।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের বোল্লা গ্রামের সাড়ে সাত হাত উচ্চতার রক্ষাকালী পুজো হয় রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে। সেই অনুসারে এবছর ২২ শে নভেম্বর অনুষ্ঠিত হবে বোল্লা কালী পুজো।
বোল্লা পূজা উপলক্ষে চারদিন ব্যাপী মেলা বসে মন্দির ঘিরে। কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় মেলা ও পূজা উপলক্ষে।
এবছর ২২ শে নভেম্বর বোল্লা কালীপুজো উপলক্ষে এদিন মন্দির পার্শ্ববর্তী পুকুর থেকে প্রতিমা তৈরীর কাঠামো তোলা হয়।

জানা গিয়েছে, গতবারের প্রতিমা বিসর্জনের পর কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার পরবর্তী শুক্রবারে পুকুর থেকে কাঠামো তোলা হয়। পরবর্তী শুক্রবার থেকে প্রতিমা তৈরীর কাজ শুরু হবে। রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে বোল্লা কালী পুজো অনুষ্ঠিত হবে। অর্থাৎ এবছর ২২ শে নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার সর্ববৃহৎ মেলা ও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বোল্লা কালী পূজা অনুষ্ঠিত হবে।