থানায় ঢুকে ছবি তুলবার অপরাধে এক প্রাথমিক স্কুলের শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

0
5

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- থানায় ঢুকে ছবি তুলবার অপরাধে এক প্রাথমিক স্কুলের শিক্ষককে বেধড়ক মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানায়। গুরুতর অসুস্থ জয়দেব সরকার বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও মারধরের অভিযোগ সম্পুর্ন অস্বীকার করেছে পতিরাম থানার পুলিশ। জানা গেছে বিজয়া দশমীর রাতে পতিরাম থানার বাউল এলাকায় একটি মারপিটের ঘটনা ঘটে। যার তদন্তে নেমে এদিন পতিরাম থানার পুলিশ বাউল থেকে শুভজিত সরকার নামে এক যুবককে গ্রেফতার করে। এদিন যাকে থানায় নিয়ে আসবার পরেই ধৃত ওই যুবকের আত্মীয় জয়দেব সরকার থানায় পৌঁছে মোবাইল দিয়ে থানার বিভিন্ন ছবি তার মোবাইল বন্দী করছিল। যা দেখে সেখানকার কর্তব্যরত অফিসার তাকে সেই ভিডিও তোলা বন্ধ করতে বলে। এনিয়েই পুলিশের সাথে বিতর্কে জড়ান ওই প্রাথমিক স্কুল শিক্ষক। আর এরপরেই তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারের জোরে সংজ্ঞাহীন হয়ে পরলে তড়িঘড়ি এম্বুলেন্স ডেকে নিয়ে আসা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। যেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই স্কুল শিক্ষক। পরিবারের লোকেদের দাবি পুলিশের মারের জেরেই সংজ্ঞাহীন হয়ে পড়ে জয়দেব। যদিও পরিবারের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে পতিরাম থানার পুলিশ। ওসি সতকার সাংবো জানিয়েছেন, পুলিশি নিষেধ স্বত্ত্বেও ভিডিও তোলা বন্ধ করেনি ওই স্কুল শিক্ষক। এরপর তাকে ধরে নিয়ে আসতেই সংজ্ঞাহীন হয়ে পড়লে এম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠানো হয়েছে। কোন মারধরের ঘটনা ঘটে নি।