পটাশপুর ১ ব্লক তৃণমূলের উদ্যোগে নৈপুর গ্রাম পঞ্চায়েতের হরিদাসপুরে বিজয়া সম্মিলনীর আয়োজন।

0
18

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে বিজয়া সম্মিলনীর ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে লড়াইয়ের মাঠ বুঝে নিতে ইতিমধ্যেই তোর জোর শুরু করছে রাজ্যের শাসক দল। এই ব্যাপারে রাজ্যের সমস্ত জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছে তৃণমূল। গত বৃহস্পতিবার থেকেই এই বিজয়া সম্মিলনীর আয়োজন শুরু হয়েছে। বিশেষ নজর দেওয়া হয়েছে বিরোধীদের শক্ত ঘাঁটিগুলিতে। জনসাধারণের মন বুঝে নিতে এবং সংযোগ বজায় রাখতে নভেম্বর মাসের শুরু থেকেই মাঠে নামছে তৃণমূল। দুর্গাপুজোর পর এবার জেলায় জেলায় বিজয়া সম্মিলনীর আয়োজন রাজ্যের শাসক দলের। বিজয়া সম্মিলনীর দৌলতে আগামী নির্বাচনের আগে জনমতের ভিত আরও মজবুত করতেই এই আয়োজন বলে ধারণা রাজনৈতিক মহলে। রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও এই বিজয়া সম্মিলনীর আয়োজন করলো তৃণমূল। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লক তৃণমূলের উদ্যোগে নৈপুর গ্রাম পঞ্চায়েতের হরিদাসপুরে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। জেলা তৃণমূল সূত্রের খবর, সম্মিলনীর মাধ্যমে দলীয় কর্মীদের সঙ্গে আগামী লোকসভার ব্লু প্রিন্ট তৈরি করা পাশাপাশি অ্যাসিড টেস্ট করে নেওয়ার জন্যে এখন থেকেই ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। এমত অবস্থায়, জনসমর্থন কোনও ভাটা পড়ছে কিনা, পড়লে সেটা রোখার কী উপায় রয়েছে, সমস্ত কিছু বুঝে নিতেই মাঠে নামছেন তৃণমূল নেতারা। প্রসঙ্গত, ইতিমধ্যেই জেলা স্তরের সমস্ত নেতৃত্বকে বিজয়া সম্মিলনী সূচি অনুযায়ী পালন করার জন্য নির্দেশ দিয়েছে কালীঘাট। দলের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিজুস কান্তি পন্ডা বলেন, “এই মরশুমের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজয়া সম্মলনীতে নেমে পড়বেন। নিবিড় জনসংযোগ করবেন। পাশাপাশি রাজ্য সরকারের ভাল কাজগুলি আর একবার জনগণকে মনে করিয়ে দেওয়া। কারও কোনও প্রস্তাব থাকলে তা গ্রহণ করে নেওয়া। বিরোধীরা যে কুৎসার চক্রান্ত করছে সেগুলিকে ব্যর্থ করতে জনসাধারণকে বাম জমনার অবস্থা ও বিজেপি যে রাজ্যে রয়েছে সেখানকার অবস্থা বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এদিন তুলে ধরা হয়!” উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূলের মুখপাত্র অপরেশ সাঁতরা, পটাশপুর ১ ব্লক তৃণমূল সভাপতি বিনয় কুমার পট্টনায়ক, সহ-সভাপতি সুনিল জানা, তৃণমূল নেতা হরিপদ দাস মহাপাত্র ও উৎপল বেরা প্রমুখ। এদিনের সভায় কয়েক হাজার তৃণমূল কর্মী ও মহিলা সমর্থকদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।