পাঁচলায় চোলাই মদ বেচাকে কেন্দ্র করে উত্তেজনা চলল জাতীয় সড়ক অবরোধ।

0
27

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – পাঁচলায় চোলাই মদ বেচাকে কেন্দ্র করে উত্তেজনা চলল জাতীয় সড়ক অবরোধ। ঘটনাটি ঘটে শুক্রবার পাঁচলা থানার অন্তর্গত গাববেরিয়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা অবরোধ করলো ১৬ নম্বর জাতীয় সড়ক। জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়ায় ঘটনাস্থলে উপস্থিত হয় পাঁচলা থানার পুলিশ ও আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর মদ বিক্রি বন্ধের ব্যাপারে এর আগে বহুবার প্রশাসনকে জানানো হয়েছে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। গ্রামবাসীরা আরো অভিযোগ করেন সামনে একটি হাই স্কুল আছে তালুবন্দি বেলায়েত আলী হাই স্কুল। স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা এই পথ দিয়ে যাতায়াত করেন। মদের গন্ধের ভোগান্তির শিকার হতে হয় প্রত্যেক দিন। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পাঁচলা থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় এলাকা শান্ত হয়।