বেঁচে থেকো সকল মনের আশা প্রানের উচ্ছাস,
ভরা থেকো নদীর জল,যেন না পড়ে কারুর দীর্ঘশ্বাস,
পলিভরা ক্ষেতে জেগে থেকো সোনালী ধানের শীষ ।
বেঁচে থেকো প্রতিবাদের ভাষা, প্রভাতের সূর্যমেখে প্রতিদিন হোক নির্বিষ।
বেঁচে থেকো আমার বিবেক,মনুষত্বের দামামা বাজিয়ে ,
বুকভরা ভালোবাসা, পাখা মেলুক রঙিন আশায় পবিত্রতায় সাজিয়ে।
শুদ্ধ থাক নারীর গর্ভ মহাসৈনিকের প্রতীক্ষায়-
এই ধরণী বসে আছে মহানবীর্যের অপেক্ষায়।
বেঁচে থেকো সমস্ত সোহাগ,বন্ধ হোক সকল মৃত্যুফাঁদ,
মিথ্যা বুলির কঠিন প্যাঁচের বন্ধ হোক আর্তনাদ।
ভালো থেকো নরম মাটি,পরম খাঁটি অন্নদাত্ৰী মৃত্তিকামা-
সবার মুখে অন্ন দিয়ে হাসি ফোটাও গাঁ, গঞ্জের ত্রিসীমা ।
সতেজ থাকুক দক্ষিনা হাওয়ায় লাজরাঙা মুখ গোপন প্রিয়া-
বসন্ত বেলায় প্রেমের কথায় লাজুক নয়নে ভরাও হিয়া।
খুলে রেখো মনের বাতায়ন অপেক্ষার প্রহরে বসে-
রক্ষা কর মায়ের সম্ভ্রম যোগ্য সন্তানের বেশে।
বেঁচে থেকো জ্যোৎস্না ধারা ,বেঁচে থেক উদার নীলাকাশ-
ঝর্ণাধারায় সিক্ত বাতাসে বেঁচে থেকো শ্বাস প্রশ্বাস ।
ভালো থেকো দীঘির পাড়ে শাপলা ফুলের সারি,
বেঁচে থেকো প্রেম মিলনের সকল শুকসারি।
বেঁচে থেকো প্রতিটি প্রভাত খুশি আর সুখের হওয়ায়-
দিনগুলো সব দুলিয়ে দিও ভালো লাগার দোলায়।
সুখে থেকো,শুধুই সুখে থেকো আমার জন্মভূমি-
কান্নাহীন ,দুঃখহীন দেখবো কবে হাসছ শুধু তুমি?
সংরক্ষিত/২৮-০৪-২০১৮