যাবার আগে ::: প্রবীর কুমার চৌধুরী।।।

0
17

জন্মমুহূর্ত থেকেই জানি একদিন ফিরে যেতে হবে
তুমি শার্সি তুলে কেন মনে করাও?
আরশিতে মুখ দেখি, কিছুটা বাকি-
শতজীর্ণ সুললিত যৌবন।

তমসার গভীরে একাকী যতবার ভাবি যাবো,যাবো
সামনে এসে গভীর আশ্লেষে-
পথরোধ করে দাঁড়ায় কর্তব্য।
কিছুটা অপেক্ষায় থমকে দাড়াই, হিসাব নিকাশে ।

আকাশময় অগুনতি তারার মায়াবী আলোয়
ভীষণ শখ জাগে, তোমার চোখে চোখ রেখে
সেকে নিই এ কঠোর বাস্তব। জ্যোৎস্নায় কাঁদে প্রেম,
এখন তুমিই বল তোমার নরম হৃদয়ে সত্যি কি আছি এখনও?

মাঝে মাঝে অসহনীয়তায় গর্জে উঠি
তুমি হাসো বলো -অরণ্যে রোদন
সম্বিত আসে,সেও হাসে, ওটা রাজরক্ত
আমি ভেতো মজ্জ্যায় মজ্জ্যায় দেশভক্ত।

সংরক্ষিত
গড়িয়া, কলকাতা।