দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রামে প্রথম রক্তদান শিবির। দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের সযোগিতায় রক্ত দান শিবির। প্রসঙ্গত জেলায় চলছে তীব্র আর রক্ত সংকট সেই রক্ত সংকটকে স্বাভাবিক রাখতে একাধিক বার একাধিক ক্লাব সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন তারা রক্তদান শিবির আয়োজন করছে এবার এগিয়ে এলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিন্সীরা গ্রাম। এদিন সালাশ যুব সংঘ মহিলা পুজো কমিটির পক্ষ থেকে প্রথম আর রক্তদান শিবির আয়োজন করা হয় পুজোর পর সেই ভাবে কোন রক্তদান শিবির হইনি। এদিন রক্তদান শিবির আয়োজন করে রক্তের চাহিদা স্বাভাবিক রাখতে এমন উদ্যোগ বলে জানা যায়। এদিন ৩৫ জন রক্ত দাতা রক্ত দান করেন। এদিন রক্ত দান শিবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, ভলান্টারি ব্লাড ডোনার ফোরাম এর সেক্রেটারি সরবানি নিয়োগী পাশাপাশি হিলি থানার আইসি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।