প্রতি – দিন আসে না ভালোবেসে
সময় কাটায় অনিহায় অনায়াসে,
বিবশতা আর নিরক্ততা-
ভরায় যত অপ্রেমের মাদকতা।
জানি না কেউ ভালো আছে কিনা,
মনের জানালা গুলো বন্ধ,ফোটেনা হাস্নুহানা-
সৌরভে ফোটে না খুশির আমেজ,দেখেনা স্বপ্ন,
জানি না ফিরবে কিনা সুখের সেদিন আর কখনো।
যদি হও সখা,কাছে এসে,প্রেমাবেশে, দিও দেখা-
অনলে,অনলে ভস্মীভূত এ মন,প্রাণ,আমি যে বড় একা।
তুমি অনন্ত প্রেম, দানিছ ভুবনে,রয়েছ প্রতিক্ষণে মননে,
তুমি কবি সূর্যের মতো,আজও আছো প্রেমময় শান্তিনিকেতনে।