বালুরঘাটের বাদামাইল বিবাদী সংঘের খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো কালীপুজোর প্রস্তুতি পর্ব।

0
10

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ২০ই অক্টোবর রবিবার সকালে বাদামাইল বিবাদী সংঘের খুঁটি পুজোর মাধ্যমে ৪৭ তম বর্ষের কালীপুজোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেলো। ক্লাবের পুজো কমিটির সভাপতি কৌশিক তালুকদার জানিয়েছেন – এবছর তাদের ক্লাবের ৪৭ তম বর্ষ। প্রতিবছরই আমাদের ক্লাবের কালীপুজোতে অভিনবত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়। যার ফলে আমাদের ক্লাবের পুজোতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে। এবারের আমাদের থিম এপার ও ওপার রবি সবার, আমাদের পুজোমণ্ডপ সৃজন করবেন সুভদ্র লাহা, প্রতিমা তৈরি করবেন মৃৎশিল্প অপূর্ব মহন্ত। পুজো মণ্ডপ সজ্জিত হবে সিলেট ও পেন্সিল দিয়ে। অন্যান্য বছরের মতো এবছরও পুজো উপলক্ষ্যে পুজোমণ্ডপে আসার রাস্তা আলোকসজ্জায় ভরিয়ে তোলা হবে। পুজো উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরই মতো এইবছরও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।