পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা, ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দীঘাতে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন, উপকূলবর্তী এলাকায় চলছে জোরদার প্রচার, সমুদ্র থেকে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন মাছ ধরার ট্রলার, মঙ্গলবার দীঘা উপকূলীয় এলাকা ঘুরে দেখলেন জেলা শাসক পূর্নেন্দু মাজী। তিনি জানান, উপকূলীয় এলাকায় মাইকিং চলছে। আয়লা সেন্টার সহ বেশ কিছু স্কুল রেডি রাখা হচ্ছে। আগামীকাল উপকূলীয় এলাকার প্রায় দু লক্ষ মানুষকে সরানো হবে। পাশাপাশি সব দপ্তরের আধিকারিক ও কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে।