পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঘূর্ণিঝড় “দানা” এর প্রভাব পড়বে রাজ্যের সমুদ্র উপকূল এলাকায়। পূর্ব মেদিনীপুরের দীঘা, মান্দারমনি,তাজপুর সহ একাধিক পর্যটন কেন্দ্রে যেমন সর্তকতা জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে,পাশাপাশি হলদিয়া উপকূল এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে আগামীকাল। আগামী বৃহস্পতিবারের দিকে ঘূর্ণিঝড় স্থলভাগে আজরে পড়তে পারে। ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর জেলার ওপরে। পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায় সর্তকতা জারি করেছে জেলা প্রশাসন। যদিও এখনো পর্যন্ত সেই ভাবে নিম্নচাপের কোন প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে না। হলদিয়ায় কোস্টগার্ডের পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। হলদিয়া নন্দীগ্রাম ফেরি সার্ভিস চালু রয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকায়,দীঘা,মন্দারমনি, তাজপুর সহ বিভিন্ন পর্যটক...