প্রতিবাদ করায় মহিলা শিশুসহ ১৪ জন তৃণমূল কর্মী সমর্থককে মারধর করে গ্রাম ছাড়া করে দেওয়ার অভিযোগ এলাকার বিজেপির মাতবরদের বিরুদ্ধে।

0
51

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৩ অক্টোবর:-  দুর্গাপূজায় জোর করে চাঁদা আদায়। প্রতিবাদ করায় মহিলা শিশুসহ ১৪ জন তৃণমূল কর্মী সমর্থককে মারধর করে গ্রাম ছাড়া করে দেওয়ার অভিযোগ এলাকার বিজেপির মাতবরদের বিরুদ্ধে। মালদার গাজোল থানার রানীগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের আরজিজালসা গ্রামের ঘটনা। এই ঘটনায় পুলিশ দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বাকি অভিযুক্তরা অধরা। অভিযোগ প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের। বাধ্য হয়ে জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা। আতঙ্কে গ্রামে ও প্রবেশ করতে পারছে না তারা।
তাদের অভিযোগ গ্রামে প্রতি বছরের এ বছরও দুর্গা পুজো হয়েছিল। পুজো করার জন্য সরকারি আর্থিক সাহায্য তাও পেয়েছিল তারা। হঠাৎ এলাকারই কিছু বিজেপির সমর্থক দাবি করে বাড়ির প্রতি ৪০০ টাকা করে চাঁদা দিতে হবে। ওই এলাকার মানুষ গরিব মানুষ তারপর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথা থেকে চাঁদা দেবে। যার যেমন সাধ্য তেমন দেবে। এ কথা বললে তাদের ওপর চড়া হয় বিজেপি কর্মী সমর্থকরা। বেধড়ক মারধর করে তাদের। গুরুতর আহত হয়ে যায় মহিলা শিশুসহ প্রায় 14 জন। গ্রাম ছাড়া করে দেওয়া হয়েছে তাদের। গাজোল থানার পুলিশ দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নিল বাকি অভিযুক্তরা এখনো এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। বাধ্য হয়ে জেলার পুলিশ সুপারের দারত্ব হয়েছেন তারা।
এই ঘটনা নিয়ে নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ সরকারি সাহায্য পেয়েও বিজেপির কর্মী সমর্থকরা চাঁদার নামে তোলাবাজি করছে।
এটা গ্রাম্য বিবাদ এর সাথে দলের কোন যোগাযোগ নেই পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দাবি বিজেপি নেতৃত্বের।