প্রশাসনের তরফে বসানো বালুরঘাট হাইস্কুল মাঠের সবুজ বাজি বাজারের উদ্বোধন হল বৃহস্পতিবার রাতে।

0
11

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট ঃ- প্রশাসনের তরফে বসানো বালুরঘাট হাইস্কুল মাঠের সবুজ বাজি বাজারের উদ্বোধন হল বৃহস্পতিবার রাতে। নিষিদ্ধ বাজির কারবার রুখতেই গতবারের মত এবারও এই আয়োজন।
অনান্য জায়গার মত দীপাবলিতে ব্যাপক বাজি পোড়ানোর রেওয়াজ রয়েছে বালুরঘাটে। কিন্ত শব্দবাজি সহ পরিবেশের ক্ষতিকর বাজি সম্পূর্ণ নিষিদ্ধ। সীমিত কিছু বাজিকে পোড়ানোর নির্দেশিকা জারি হয়েছে। কিন্ত এরপরেও লুকিয়ে চুরিয়ে বেশকিছু অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ বাজি বিক্রি করেন গোপনে। পুলিশি অভিযানে অনেকে ধরাও পরেছে দীপাবলির আগে। ইতিমধ্যে বাজেয়াপ্ত হয়েছে কয়েক লক্ষ টাকার বাজি পটকা। তবে পরিস্থিতির দিকে নজর রেখে লাইসেন্সপ্রাপ্ত বাজি ব্যবসায়ীদের জন্য নিদিষ্ট জায়গা চিহ্নিত করে দিয়েছে প্রশাসন ও পুরসভা। সেখানে পরিবেশ বান্ধব বাজিই শুধুমাত্র বিক্রির অনুমতি রয়েছে। যার নাম দেওয়া হয়েছে সবুজ বাজি মেলা। বালুরঘাট শহরের হাইস্কুল মাঠে বসেছে সবুজ বাজি মেলা। মাঠে সাতটির মতো স্টল স্থাপন করা হয়েছে।
লাইট, বায়ো-টয়লেট, পানীয় জল, ডাস্টবিন এবং অন্যান্য সুবিধা যুক্ত কিছু পরিকাঠামো গড়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে চলছে নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থাগুলি। মাইক ফুঁকে এই মেলা সম্পর্কে প্রচার করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। বাইরে থেকে বাজি ক্রয় করা যাবেনা বলেও সতর্ক করছে প্রশাসন। যার আনুষ্ঠানিক উদ্বোধন হল এদিন রাতে।