মালদহের গ্রামে অজানা জ্বরের দাপট, গত দু’মাসে আক্রান্ত কয়েক’শো বাসিন্দা।

0
22

নিজস্ব সংবাদদাতা, মালদহ:- মালদহের গ্রামে অজানা জ্বরের দাপট। গত দু’মাসে আক্রান্ত কয়েক’শো বাসিন্দা। দুই, তিনদিন করে জ্বর থাকছে। এরপর জ্বর ছাড়লেও হাতে ও পায়ের ব্যথায় কাবু আক্রান্তরা। যে ব্যথা ভোগাচ্ছে দীর্ঘদিন। এমনকি স্বাভাবিকভাবে চলতে ফিরতে পর্যন্ত অসুবিধে হচ্ছে। মালদহের হবিবপুর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কলাইবাড়ি গ্রামে এমনই ছবি। ঘটনায় উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর।
ইতিমধ্যেই গ্রামে একাধিকবার মেডিকেল ক্যাম্প করা হয়েছে। ৫০ জনেরও বেশি আক্রান্তের রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষায়। এখনও পর্যন্ত কি ধরনের জ্বর তা নির্দিষ্ট করে চিহ্নিত করা সম্ভব হয়নি।
মালদহের ভারত- বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রাম হবিবপুরের কলাইবাড়ি। গত প্রায় দুই মাস ধরে এখানে অজানা জ্বরের প্রকোপ। ইতিমধ্যে কলাইবাড়ি গ্রামের সরকার পাড়া, তালুকদার পাড়া, চৌধুরীপাড়া, ধানুকপাড়ায় এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এই চারটি পাড়ায় অন্তত হাজার তিনেক বাসিন্দার বসবাস। তাঁদের মধ্যে প্রায় অর্ধেক বাসিন্দা গত দু’মাসের জ্বরে আক্রান্ত হয়েছেন। এখনও জ্বরের প্রকৃত কারণ নির্ণয় না হওয়ায় বাড়ছে আতঙ্ক। এলাকা পরিদর্শন করেছে ব্লক প্রশাসন। বিভিন্ন নর্দমায় স্প্রে করা হচ্ছে মশার লার্ভানাশক। সবচেয়ে বেশি সমস্যায় এলাকার বয়স্ক বাসিন্দারা। তাঁদের মধ্যে শারীরিক সমস্যা ধরা পড়ছে সবচেয়ে বেশি। জ্বর ছাড়লেও হাঁটা চলার সমস্যায় অনেকে কার্যত ঘরবন্দী।
হবিবপুর ব্লকের জয়েন বিডিও রাকেশ গায়েন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এলাকায় সব ধরনের সাবধানতা এবং সচেতনতার প্রচার চলছে।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ীর জানান, এখনও পর্যন্ত জ্বরের কারণ কি? তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। সাধারণ লক্ষণ দেখে মনে হচ্ছে চিকুনগুনিয়া হতে পারে। ইতিমধ্যেই ৫০ জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পেলেই নির্দিষ্টভাবে প্রকোপ চিহ্নিত করা সম্ভব হবে।