পুলিশের ব্যর্থতা ও একাধিক দুর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বুনিয়াদপুরে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

0
17

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পুলিশের ব্যর্থতা ও একাধিক দুর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বুনিয়াদপুরে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘রাজ্যে বিভিন্ন পুলিশ স্টেশন গুলি তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে সেখানে তৃণমূলের লোকেদের কথায় পুলিশ প্রশাসন চলে। রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।’
পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘পুলিশ কর্মীরা যেন অবিলম্বে তাদের উর্দি এবং টুপি নামিয়ে রেখে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরেন কারণ তাদের পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’
রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র কে নজিরবিহীন ভাবে আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেন, ‘বিপ্লব মিত্রকে গঙ্গারামপুর এর বাইরে কোন লোক চেনে না কিন্তু সুকান্ত মজুমদারকে সবাই চেনে। সুতরাং তৃণমূল কংগ্রেস যেন সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ না করে।’
গঙ্গারামপুরের এসডিপিও কে আক্রমণ করে তিনি বলেন, ‘এই এসডিপিও চূড়ান্ত অপদার্থতার পরিচয় দিয়েছেন। কিছুদিন আগে আমরা দেখলাম একটি নাবালিকা আদিবাসী মেয়েকে ধর্ষণের ঘটনায় তিনি সেই ঘটনাটি ধামাচাপা দিতে চাচ্ছিলেন কিন্তু আমাদের পার্টির কর্মী, সমর্থক এবং নেতারা সক্রিয় ছিলেন জন্য সেই ঘটনাটা পরবর্তীকালে চাপা থাকে নি। শুধু তাই নয় এই এসডিপিও গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে প্রাণপাত করেছেন। তিনি এত পরিশ্রম করেছেন যে তার পরিশ্রমের ফলে তিনি এসপি হয়ে যেতে পারতেন।’
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেন, ‘গত লোকসভা নির্বাচনে সুকান্ত মজুমদারকে হারানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ বার দক্ষিণ দিনাজপুর জেলা এসেছিলেন। তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবার এসেছিলেন। শুধু তাই নয় তৃণমূলের প্রথম স্থান সারির নেতা মন্ত্রীরা বিপ্লব মিত্রের সমর্থনে প্রচুর সভা করেছেন। এর ওপর জেলার ডিএম এবং এসপি রা ছিলেন ফাঊ। কিন্তু এত কিছুর পরেও সুকান্ত মজুমদারকে হারানো যায়নি।১০ হাজার ভোটে তিনি জিতে গিয়েছিলেন।’
এদিনের বিজেপির প্রতিবাদ সভায় হাজির ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য শীর্ষ জেলা বিজেপির নেতৃত্ব।