ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে প্রতি ভারী বৃষ্টিপাতের ফলে জলমগ্ন শহীদ মাতঙ্গিনী বিডিও অফিস চত্বর।

0
22

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঘূর্ণিঝড় দানার প্রভাবে দুই দিনের গভীর নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ হয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়,গতকাল আজও মেঘের মুখ ভার, প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা, পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লক!ব্লক অফিস চত্বরে হাটু সমান জল , জল বেরিয়েই যেতে হচ্ছে বিডিও অফিস। বিডিও রুমের ভিতর জল। মূলত জল নিকাশির অব্যবস্থার কারণেই এই জল যন্ত্রণা। তমলুক মেচেদা রাজ্য সড়কেও জল, জলমগ্ন হয়েছে পেট্রোল পাম্প, এমনি জল যন্ত্রণার ছবি ধরা পরল তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লক চত্বরে এলাকা। যদিও এই সম্বন্ধে এক মহিলা কর্মী জানিয়েছেন জল নিকাশির কারণে হয়তো জমেছে জল, এর আগেও অতি ভারী বৃষ্টিপাতের ফলে বিডিও অফিস চত্বর জলমগ্ন হয়েছিল, তবে এই মুহূর্তে দুর্ভোগ লক্ষ্য করা গিয়েছে,জমা জল পেরিয়ে কাজে যোগ দিতে হচ্ছে কর্মীদের।