প্রবল বর্ষণের ফলে পাঁশকুড়া বিভিন্ন এলাকা জলমগ্ন, পরিদর্শনে গিয়ে সমস্ত সরকারি জায়গা দোকান ঘর ভাঙ্গার নির্দেশ জেলা শাসকের।

0
35

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- কয়েক দিনের অতি বর্ষণে জলপগ্ন হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া জয়কৃষ্ণপুর সহ বিভিন্ন এলাকা। মূলত,নিকাশি খালের উপর দোকান ঘর করার জন্য জল বের হচ্ছে না, সেই খবর শোনার পরেই ছুটে আছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি সহ এসডিও, বিডিও ও পুলিশ আধিকারিকেরা। পরিদর্শনে এসেই জেলাশাসক জানান যে নাসা খালের উপর যে সমস্ত সরকারি অবৈধ দোকান ঘর বানিয়েছে সেগুলো আগামী কালের মধ্যে ভেঙে ফেলতে হবে। পাশাপাশি তমলুকের সৌয়াদীঘি খাল এবং কোলাঘাটো বিভিন্ন জায়গা পরিদর্শন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, এদিন জেলাশাসক জানিয়েছেন ঘূর্ণিঝড় দানার প্রভাবে যেসব গাছ ভেঙে পড়েছিল সেগুলো আমরা ঠিক করে দিয়েছি, পাশাপাশি বিদ্যুৎ সচল করে দেওয়া হয়েছে এখনো কাজ চলছে, আগামী দিনের মধ্যে সব স্বাভাবিক হয়ে যাবে।