মোটরবাইক ও একটি স্করপিওর মুখোমুখি ধাক্কায় মারা গেলেন এক বাইক চালক।

0
22

নিজস্ব সংবাদদাতা, মালদা:- মোটরবাইক ও একটি স্করপিওর মুখোমুখি ধাক্কায় মারা গেলেন এক বাইক চালক। রতুয়া থানার পাকুড়তলা এলাকায় রাজ্য সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম আনারুল হক। বয়স ২৫ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে রতুয়ার আইলপাড়া এলাকার আলমগীরের সঙ্গে পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে পাঠানোর ঠিকাদারি ব্যবসার সাথে যুক্ত ছিল আনারুল। সেই ঠিকাদারি ব্যবসার টাকা পয়সা লেনদেনের ব্যাপারে রতুয়া এসেছিল সে। শনিবার সন্ধ্যায় বাইকে চেপেছে বাড়ি ফেরার সময় পাকুড়তলা এলাকায় শামসির দিক থেকে আসা একটি বরযাত্রী বোঝাই স্করপিও ভুল সাইডে এসে বাইকটিকে ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে পড়ে আনারুল ও তার সঙ্গী তাজেল আলি। ঠিকাদারি পার্টনার আলমগীরও বাইক থেকে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রতুয়া হাসপাতালে নিয়ে আসলে আনারুলকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা। গুরুতর জখম অবস্থায় আলমগীরকে অন্যত্র রেফার করা হয়। অন্যদিকে বরযাত্রী বোঝাই স্করপিওর দুই মহিলা যাত্রী আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত আনারুলের বাড়ি রতুয়া থানার চাঁদমুনি দুই পঞ্চায়েতের রামপুর গ্রামে। তার স্ত্রী তানজেরা খাতুন অন্তসত্বা রয়েছেন। তাদের চার বছরের একটি ছোট্ট মেয়েও আছে। স্বামীর অকাল প্রয়ানে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তিনি। মৃত আনারুলের বাবা হাসান আলি জানান ছেলে একমাত্র রোজগেরে সদস্য ছিল। পরিবার ও এলাকার বাসিন্দারা চাইছেন গাড়ির বীমার মাধ্যমে আনারুলের পরিবার যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায়। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।