দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- তপনে তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দেখা যায়নি গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন জেলা সভাধিপতি গৌতম দাস কে। তার সাথে দেখা যায়নি তপন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনারুল হককে। রবিবার তৃণমূল কংগ্রেস তপনে পার্টির তরফ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, তপন ব্লক সভাপতি সমীর রাহা, জেলা পরিষদ সদস্য আমজাদ মন্ডল, লিপিকা রায়, মফিজউদ্দিন মিয়া সহ জেলার শীর্ষস্তরের তৃণমূল নেতৃত্ব। এদিনের এই অনুষ্ঠানে কলকাতা থেকে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী জয়া দত্ত।
প্রসঙ্গত তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের জেলাগুলো জুড়ে শুরু হয়েছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য হলো, ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে চাঙ্গা করা। তাছাড়া তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বকে সারিয়ে তোলার লক্ষ্য নিয়ে এবং সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ গড়ে তুলতে এই বিজয়া সন্মিলনী অনুষ্ঠান পালন করা হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক তথা শহর তৃণমূল কংগ্রেসের ডাকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তবে রবিবার তপনের এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে জেলার শীর্ষস্থরের দুজন নেতা কে দেখা না যাওয়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকে প্রকট করল বলে ওয়াকিবহাল মহল থেকে মনে করা হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের জেলা নেতারা এই আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি আমল দিতে চাননি।