হাতির আক্রমণে এক চাষীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য গোয়ালতোড়ের দুধপতরিতে।

0
10

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  হাতির আক্রমণে এক চাষীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পিংবনির দুধপতরি এলাকায়, বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম সুজিত দেবসিংহ,বয়স আনুমানিক ৩৯ বছর,বাড়ি শালবনীর কলাইমুড়ি গ্রামে,সূত্রে আরো জানা গিয়েছে শনিবার রাতে দুধপতরি এলাকায় নিজের জমির ফসল পাড়া দিতে গিয়েছিলেন, সেই সময় হঠাৎই হাতি সামনে চলে আসায় তাকে সুরে করে তুলে আছাড় মারে একটি হাতি, ঘটনায় গুরুতর যখন অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালতোড় কেওয়াকোল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়,চিকিৎসা চলাকালীন সেখানেই তার মৃত্যু হয় বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই পরিবারের।