পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গ্রাহকদের আরো উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে ধুমধামের সাথে উদ্বোধন হয়ে গেল ভারত সরকারের অধীনস্থ থাকা কানাড়া ব্যাংকের,এইদিন ফ্রিতে কেটে প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে ব্যাংকের শুভ উদ্বোধন করেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবী মিলন নন্দী, এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, সমাজসেবী বিপ্লব দাস পাল, ব্যাংকের এজিএম প্রশান্ত সোন কার, প্রদীপ কুমার ডোগরা সহ অন্যান্য স্থানীয় বিশিষ্ট সমাজসেবীরা।