নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন’-এই শ্যামা সঙ্গীতের সুর আকাশে বাতাসে ধ্বনিত হতে শুরু করেছে। হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি। আগামী বৃহস্পতিবার শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠবে আপামর বাঙালি। এদিকে আলিপুরদুয়ারের ফালাকাটা শ্রীশ্রী আদি জংলা কালীমাতা মন্দিরে পুজোর প্রস্তুতি চরমে। কথিত, এক সময় ফালাকাটার মুজনাই নদীর পাড়ে ঘন জঙ্গল ছিল। সেখানে বন্য পশুরা বাস করত। নদী দিয়ে চলত নৌকায় বাণিজ্য। দীপান্বিতা অমাবস্যার রাতে কাঁসর ঘণ্টার আওয়াজ পেত জনগণ। পরের দিন সকালে দেখা যেত সেখানে মা কালীর মূর্তি পুজো হয়েছে। পুজোর সামগ্রী পড়ে রয়েছে। এরপর ধীরে ধীরে সেখানে বন জঙ্গল কেটে জনবসতি গড়ে উঠতে থাকে। এরপর থেকেই এলাকাবাসী সেখানে মন্দির গড়ে পজো করা শুরু করেন। সাধক বামাক্ষ্যাপাও না কি এই মায়ের মন্দিরে ধ্যান এবং সাধনা করে গিয়েছেন। বামাক্ষ্যাপার সেই ধ্যান এবং সাধনা করার বেদীটি এখনও রয়েছে মন্দির প্রাঙ্গণে। সেটিকেও পুজো করা হয়। তবে আধুনিকতার ছোঁয়ায় সেই পুরনো নিয়ম নীতির কোনও ভাটা পড়েনি। এখনও নিয়ম করে প্রতিদিনই পুজো হয়।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের ফালাকাটা শ্রীশ্রী আদি জংলা কালীমাতা মন্দিরে পুজোর প্রস্তুতি চরমে।