দানার ঝাপটায় ফের প্লাবিত ঘাটাল, ফের শুরু হয়েছে জল যন্ত্রণা।

0
22

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দানার ঝাপটায় ফের প্লাবিত পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল। ঘাটালের পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েত এলাকা গুলিতে বাড়ছে বন্যার জল। ঘাটালের রাজ্য সড়কে আড়গোড়া চাতালে উঠল জল। চরম দুশ্চিন্তায় ঘাটাল মহকুমা বাসিন্দারা। ইতিমধ্যে একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ২০ টি গ্রাম পঞ্চায়েতের ১৫০ টির ও বেশি মৌজা প্লাবিত হয়েছে। ঘাটাল পৌর এলাকা সহ ঘাটালের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষদের এখন যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা বা ডিঙ্গি। ঘাটাল মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ঘাটাল ব্লকের রাজনগর এক ও দুই গ্রাম পঞ্চায়েত,দেওয়ানক ১-২ দুই গ্রাম পঞ্চায়েত,মোহনপুর গ্রাম পঞ্চায়েত সহ আরো গ্রাম পঞ্চায়েত। চন্দ্রকোনা ১-২ নম্বর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা বন্যার জলে প্লাবিত। অপরদিকে দাসপুর ১ ও ২ নম্বর ব্লকের রাজনগর ও নাড়াজোল গ্রাম পঞ্চায়েতে,জল মগ্ন।কালীপুজো ভাইফোঁটার মাঝে হঠাৎ করে বন্যার ফলে চরম সমস্যায় ঘাটালের সাধারণ মানুষ। প্রতিনিয়ত ঘাটালের বাসিন্দাদের মধ্যে বাড়ছে চরম দুশ্চিন্তা।
যদিও বন্যার বিষয়ে সমস্ত দিকে নজর রাখছে মহকুমা প্রশাসন এমনই জানিয়েছেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।