দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দুর্ঘটনা এড়াতে বালুরঘাট হাইস্কুল মাঠে বসেছে পরিবেশবান্ধব আতশবাজির বাজার। গত সপ্তাহে এই বাজি বাজারের উদ্বোধন করেন বালুরঘাটের পুরপ্রধান অশোককুমার মিত্র। এবারের বাজি বাজারে প্রায় ১০টি দোকান বসেছে। তবে প্রশাসনের তত্ত্বাবধানে হলেও এখনও পর্যন্ত এই বাজারে ক্রেতাদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, বিক্রিও আশানুরূপ নয়। কালীপুজোর সময়ও যদি বাজারে ক্রেতা না আসে, তবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বাজি বিক্রেতারা। বাজারে ক্রেতাদের টানতে আরও প্রচারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা, পাশাপাশি বাইরের আতশবাজি বিক্রি বন্ধ করার আবেদনও জানানো হয়েছে।
একজন স্থানীয় বাজি বিক্রেতা বলেন, “গতবারের মতো এবারেও বালুরঘাট হাইস্কুল মাঠে বাজির বাজার বসেছে। পুরসভার তরফে আলোর ব্যবস্থা সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তবে বাজি বিক্রি বাড়াতে আরও বেশি প্রচার করা উচিত।” অন্য এক ব্যবসায়ী জানান, “আমাদের দোকান হাইস্কুল মাঠে থাকলেও অধিকাংশ ক্রেতা এ বিষয়ে অবগত নয়, প্রশাসনের তরফে যথাযথ প্রচার হয়নি। বাইরের অনেক জায়গায় এখনও আতশবাজি বিক্রি চলছে, প্রশাসন এদিকে নজর দিলে আমাদের বিক্রি আরও বাড়তে পারে।”
প্রসঙ্গত, রাজ্যে একাধিক দুর্ঘটনার কারণে বাজির দোকানগুলিতে বাজারে বিক্রি নিষিদ্ধ করা হয়েছে, এবং এর পরিবর্তে খোলা জায়গায় বাজি বাজার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। গতবারের মতো এবারেও বালুরঘাট হাইস্কুল মাঠে এই বাজার বসানো হয়েছে, যেখানে মূলত পরিবেশবান্ধব সবুজ আতশবাজি বিক্রি করা হচ্ছে।
বালুরঘাট পৌরসভা এমসিআইসি বোর্ডের সদস্য মহেশ পারেক জানিয়েছেন, “এবারেও হাইস্কুল মাঠে বাজির বাজার বসেছে। পুরসভার তরফ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে, প্রতিটি ওয়ার্ডে প্রচার চালানো হচ্ছে এবং আগামীতে আরও প্রচার বাড়ানো হবে।”
বিক্রেতাদের মতে, এ বছরও প্রচারের অভাবে ক্রেতার উপস্থিতি কম। তাঁদের আশা, প্রশাসনের সক্রিয় পদক্ষেপে এবং অধিক প্রচারের মাধ্যমে বাজারে ক্রেতাদের উপস্থিতি বাড়বে, যা তাঁদের আর্থিক ক্ষতির আশঙ্কা দূর করতে সহায়ক হবে।