নৈহাটি, নিজস্ব সংবাদদাতা:- ফের বেজে গিয়েছে ভোট যুদ্ধের দামামা। আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের পাঁচটি জেলায় মোট ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (Naihati Byelection 2024) হতে চলেছে। সেই ছয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে উত্তরবঙ্গে রয়েছে দুটি কেন্দ্র- কোচবিহার জেলার সিতাই ও আলিপুরদুয়ার জেলার মাদারিহাট। দক্ষিণবঙ্গে থাকা বাকি চারটি কেন্দ্র হল বাঁকুড়া জেলার তাল ড্যাংরা, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া ও নৈহাটি।
নৈহাটি বিধানসভার উপনির্বাচনে দীর্ঘ দিনের লড়াকু নেতা রূপক মিত্র ভারতীয় জনতা পার্টির সমর্থন পেয়ে দলের প্রার্থীপদ ঘোষণার পর তার মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। এলাকা ধরে ধরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারতে দেখা যাচ্ছে রূপক বাবুকে।নির্বাচনী বৈতরণী পার হতে কতটা আত্মবিশ্বাসী জানতে চাওয়া হলে রূপক বাবু জানান, ‘যদি সুষ্ট নির্বাচনী প্রক্রিয়া হয় তাহলে আমার জয় ১০০ শতাংশ নিশ্চিত।
সোমবার সকালবেলায় তিনি ৪ নং ব্রিজ থেকে শুরু করে রাজ বন্দীগার্ড এবং রেলওয়ে সাইডিং সহ গুরুত্বপূর্ণ এলাকা গুলির মধ্য দিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন বিজেপি প্রার্থী। তাছাড়া আজ বিকেলে পলাশী দুর্গা প্রসন্ন উচ্চ বিদ্যালয় মাঠে একটি স্ট্রিট কর্নারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রার্থী। নৈহাটী বিধানসভা ক্ষেত্রটি, একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র। তাই জয়ের একটি লক্ষ্য নিয়ে এগোতে চাইছে তারা।