পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ব্লকের মাইসড়া গ্রাম পঞ্চায়েতের স্বজল ধারার নলকূপের জন্য অনলাইনে টেন্ডার ডাকে গ্রাম পঞ্চায়েত। অনলাইনের সব রকম তথ্য দেওয়ার পর সেই টেন্ডার পায় পাঁশকুড়ার পুরুষোত্তমপুর ঠিকাদার প্রসেনজিৎ মন্ডল। ওই ঠিকাদারের অভিযোগ যে টেন্ডার প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর কাজের বরাদ পায় সেই মতন কাজ আনতে গেলে ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা সন্তু মাজি ও তার দলবল হেনস্তা করে বলে অভিযোগ। গত কাল মঙ্গলবার আবারো ওই গ্রাম পঞ্চায়েতে যায় ওই ঠিকাদার। ঠিকাদার অভিযোগ যে এবার গ্রাম পঞ্চায়েতের দপ্তরে চাবি লাগিয়ে দীর্ঘক্ষণ আটকে রাখে এবং প্রাণনাশের হুমকি দেয় ওই বিজেপি নেতা। পাঁশকুড়া থানা ও পাঁশকুড়া বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ঠিকাদার প্রসেনজিৎ মন্ডল। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেন ওই বিজেপি নেতা সন্তু মাজি। মাইসুরা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত। যদিও পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আমরা খোঁজ খবর শুরু করেছি এমন কাজ যদি কেউ করে থাকে অন্যায় করেছে পুলিশ পুলিশের কাজ করবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা অনলাইন টেন্ডার নেওয়ার পর এক ঠিকাদারকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি BJP পরিচালিত...