গুইয়াদহ বাজার কমিটি আয়োজিত ‘আইন সবার জন্য সমান’ শীর্ষক এক আলোচনা সভা ও শালবনীতে বাল্যবিবাহ রোধ নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ।

0
11

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আইন সবার জন্য সমান আর এই বিষয়টিকে বাস্তবায়নের জন্য সংবিধানের পর্যাপ্ত নির্দেশিকা রয়েছে। এই বার্তা কে সামনে রেখে এই দিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের গুইয়াদহ বাজার কমিটি আয়োজিত ‘আইন সবার জন্য সমান’ শীর্ষক এক আলোচনা সভায় এই মন্তব্য করেন মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা সিভিল জজ শাহিদ পারভেজ। তিনি বলেন, ধনী গরিব জাতি ধর্ম নির্বিশেষে আইনই সকলের মাঝে সমতার অধিকার দিয়েছে। সকল নাগরিক যাতে বিনা মূল্যে আইনি পরিষেবা পায় নিম্ন কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং কয়েদি থেকে সাজাপ্রাপ্ত আসামিরাও যাতে আপিলের জন্য বিনা মূল্যে উকিলবাবু পায়, সেই ব্যবস্থাই এই কর্তৃপক্ষের মাধ্যমে করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডি এল এস এ -এর প্যানেল এডভোকেট অঙ্কুর কর্মকার,আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা প্রমুখ। সভায় মাদক বিরোধী আইন সম্পর্কেও আলোচনা হয়।অপরদিকে শালবনি ব্লকের পালইবনি গ্রামে চ্যাপলিন ক্লাবের পরিচালনায় জে এস ডব্লিউ সিমেন্ট, শালবনি প্রজেক্ট এর ব্যবস্থাপনায় বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উক্ত ব্যক্তিরা ছাড়াও হাওড়া জেলার উলুবেড়িয়া কোর্টের সিভিল জজ সিনিয়র ডিভিশন খালেদা মান্নান মেয়েদের শিক্ষা অর্জনের গুরুত্ব ও বাল্য বিবাহের কুফল সহ আইনের বিভিন্ন দিক নিয়ে প্রাঞ্জল ভাষায় আলোচনা করেন।