তমলুকে কালীপুজোর উদ্বোধনী এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

0
11

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আমি অনুরোধ করব পুজোকে কালচারের অনুষ্ঠানে পরিণত করবেন না।খুব খারাপ লাগে যখন দেখি ফালাকাটা দূর্গ মন্দবে ঢুকে শঙ্খ ধ্বনি বন্ধ করতে বলে, গার্ডেন ডিজে মাইক বন্ধ করো মন্ত্র মন্তরা উচ্চারণ করা চলবেনা, শ্যামনগর বিজয় দশমীর দশমী দিন ঠাকুরকে ভেঙে দেয়, হিন্দুদের পদযাত্রায় পাথর ছোড়া হয়। তাই আপনাদের ঐক্যবদ্ধ থাকা অনুরোধ করছি। আমি দুটো লাইন বলবো, ধর্ম রক্ষ্ক্ষতি রক্ষিত, কেউ কেউ বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি ওইটা পরিবর্তন করে বলছি ধর্ম যার যার, ধর্ম রক্ষার দায়িত্ব তার তার।