নৈহাটি, নিজস্ব সংবাদদাতা:- নতুন করে ভোটের দামামা, নতুন করে ফের ভোট যুদ্ধ। আর সেই লড়াই কে কেন্দ্র করে ময়দানে শাসক বিরোধী দলের তীব্র লড়াই শুরু। বিনা যুদ্ধে এক ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নয় কেউ। তাই ময়দানে নেমেই চলছে তুমুল প্রচার ও উতপ্ত বাক্য বিনিময়। রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ নৈহাটি বিধানসভার উপনির্বাচনে দীর্ঘ দিনের লড়াকু নেতা রূপক মিত্র ভারতীয় জনতা পার্টির সমর্থন পেয়ে দলের প্রার্থীপদ ঘোষণার পর তার মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। প্রচারের প্রথম দিন থেকেই নৈহাটিতে অভূতপূর্ব সাড়া মিলছে বিজেপি প্রার্থীকে নিয়ে। তাই জেতার ব্যপারেও তিনি প্রায় একশ শতাংশ নিশ্চিৎ। প্রতিদিনের কর্মসূচির মতন বিজেপির দাপুটে প্রার্থী রূপক মিত্র(Rupak Mitra) আজও নৈহাটির বিভিন্ন প্রান্তে জনসংযোগ করেন। তিনি বলেন, মানুষ তাকে দেখেই বলছেন চিন্তা নেই কোনও আমরা সবই জানি বুঝি তৃণমূল ঠিক কি কি করছে।
আর সবথেকে বড় কথা তৃণমূল যাকে প্রার্থী করেছে তার ক্ষমতা নেই ফ্রেশ নির্বাচন করানোর, কারণ মানুষ ঠিক করে ফেলেছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার। কারণ তারা জানে কিভাবে তৃণমূল সন্ত্রাস, হামলা করায়। মানুষ বলছে নির্বাচনে যাতে ঠিকঠাক করে দিতে পারে তার ব্যবস্থা করে দিতে। তৃণমূল এমন একজনকে প্রার্থী করেছেন যার নেতৃত্বে মিছিলে হামলা হয়েছে, আর তাকেই পুরষ্কার দিল তৃণমূল কংগ্রেস। শিক্ষক ছাত্র ছাত্রীদের উপর হামলা করল সনৎ দে(Sanat Dey), আর তাকেই প্রার্থী করা হয়েছে। ভালো ভালো নেতাদের প্রার্থী করা হয়নি। এতে পরিষ্কার তৃণমূল কংগ্রেস পুরষ্কার দিয়েছে হামলা করানোর জন্য। তাই তিনি বলেন নৈহাটি বিধানসভার লড়াই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে পরিনত হয়েছে। এদিনের প্রচরেও প্রতিদিনের মতন মানুষের সাড়া ছিল অভূতপূর্ব।
Home বিবিধ উপনির্বাচন ২০২৪ নৈহাটি বিধানসভার লড়াই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে পরিনত হয়েছে : রূপক মিত্র।