সকলের কথায় ব্রিটেনের অতিথি।

0
22

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার কালিনগরের পাঁউসি অন্ত্যোদয় আশ্রমে আয়োজন করা হয়েছিল এই সকলের কথার সাহিত্য অনুষ্ঠান। জেলা এবং ভিন জেলার কবি – সাহিত্যিকরা উপস্থিত ছিলেন এই আসরে।
সাউথ ইংল্যান্ডের প্রাক্তন মেয়র টিম বাওলস এই সাহিত্যবাসরে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
ব্রিটিশ সরকারের বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন টিমোথি বাওলস।
শিক্ষা – মিডিয়া পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন তিনি।
সকলের কথা পরিবারের তরফে সম্মানিত করা হয় টিমোথিকে।


তানজানিয়ার একটি প্রত্যন্ত গ্রামে একটি কিন্ডার গার্ডেন স্কুলে স্বেচ্ছাশ্রম দিয়েছেন। টিমোথি জানান, ইন্টারনেট সার্ফ করেই এই জায়গার সন্ধান পেয়েছেন। বাংলার সংস্কৃতি , হৃদ্যতা ও আপন করে নেওয়ার ক্ষমতা তাকে মুগ্ধ করেছে।
তাঁর হাত ধরেই এদিন সকলের কথার উৎসব সংখ্যার প্রচ্ছদ প্রকাশিত হয়।
কবিতা, আলোচনা নৃত্যের অনুষ্ঠানে অংশ নেয় আবাসিকরা। উপস্থিত ছিলেন উদ্যোক্তা বলরাম করণ, ইলা হাইত দে , তাপস কর, বসন্ত কুমার ঘোড়ই, অনুপম ভৌমিক, ভরতচন্দ্র কর প্রমুখ ।