নিজস্ব সংবাদদাতা, মালদা, ৩১ অক্টোবর :– মালদার গাজোল থানা মহিলা আবাসন সমিতির পুজো জমে উঠেছে। এবারে এই পুজো ৫৯ তম বর্ষ পূজো পড়ল। এই গাজোল থানার মহিলা আবাসন সমিতির কালি পূজা বিগ বাজেটে পুজোর মধ্যে অন্যতম এই গাজোল থানার কালী পুজো। থিমের উপরে মন্দিরের আদলে প্যান্ডেল করা হয়েছে।প্যান্ডেলে বর্তমান যুগের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। গাজোল থানার স্থানীয় পুরোহিত বিসেম্বর গোস্বামী জানিয়েছে, দীর্ঘ দিন ধরে এই পুজো হয়।এই গাজোল থানার কালি পূজো এবারে গাজোল বাসিকে চমক দিবেন বলে জানা গিয়েছে।