নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- রাজ্যে গুটখা, পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হল। আপাতত ১ বছরের জন্য গুটখা, পান মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৭ নভেম্বর থেকে কার্যকর করা হবে এই নির্দেশিকা। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা ভেবেই গুটখা এবং পান মশলায় বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২০১১ সালের খাদ্য সুরক্ষা ও গুণমান বিধির বিক্রিয় সংক্রান্ত নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার বিভিন্ন ধারা মেনে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।
দেশের বিভিন্ন রাজ্যে গুটখা এবং তামাকজাত পান মশলা তৈরি ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাও এই নিয়ে পদক্ষেপ করেছিল আগে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১ বছর বাড়ানো হল।