পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের আট নম্বর আমকোপা অঞ্চলের লক্ষণপুর এলাকায় লক্ষণপুর নব জাগৃতি সংঘের উদ্যোগে কালীপুজো উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার, জানা গিয়েছে এই দিন রক্তদান শিবিরে মোট ৫৬ জন রক্তদাতা রক্তদান করেন, পাশাপাশি সর্বাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান,এই দিন সকাল দশটা থেকে শুরু হয় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির চলে বেলা একটা পর্যন্ত, এই দিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কমল চন্দ্র দে, মন্দির কমিটির রাজেশ দে, কাজল দে, তপন দে ,সনাতন মাজি , তাপস কুণ্ডু,কুশধ্বজ কারক, নারায়ণ দে,প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্য এলাকার বিশিষ্টজনেরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা গড়বেতার লক্ষণপুর নব জাগৃতি সংঘের উদ্যোগে কালী পূজা উপলক্ষে রক্তদান শিবির ও...