প্রতিবছরের মত এবছরও জেলার অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজন করেছে এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশন।

0
8

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রতিবছরের মত এবছরও জেলার অন্যতম বিগ বাজেটের পুজোর আয়োজন করেছে এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশন। গত বছর বেঙ্গালুরু নিয়ে গেলেও এবছর এই পুজো উদ্যোক্তারা নিয়ে যাচ্ছেন অযোধ্যায়। সেখানের রাম মন্দিরের আদলে এনএফ রেলওয়ে বিল্ডার্স অ্যাসোসিয়েশন মণ্ডপ তৈরি করছে আলিপুরদুয়ার জংশন ডিআরএম মাঠে। উদ্যোক্তারা জানাচ্ছেন, পুজোর কয়েকদিন মূল মঞ্চে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের। বিখ্যাত শিল্পীরা সেখানে অংশ নেবেন। কালীমূর্তির সঙ্গে বসানো হবে রামের মূর্তিও। এছাড়াও আরও কিছু ছোট নাটমন্দির তৈরি করা হয়েছে ভেতরে। সেখানে গণেশ, শিবের মতো বিভিন্ন দেবদেবীর মূর্তি এছাড়াও রয়েছে চোখধাঁধানো আলোকসজ্জাও। জেলার মধ্যে এই পুজোই যে ‘সুপারহিট’ তা নিয়ে বেশ আত্মবিশ্বাসী উদ্যোক্তারা।