দিদির বাড়ি ঘুরতে গিয়ে দিদির শ্বশুরের মারে এক যুবকের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ।

0
22

নিজস্ব সংবাদদাতা, মালদা:—দিদির বাড়ি ঘুরতে গিয়ে দিদির শ্বশুরের মারে এক যুবকের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। উল্লেখ্য, পুরাতন মালদার সাহাপুর সেতুমোড় এলাকায় শনিবার পারিবারিক বিবাদের জেরে এক খুনের ঘটনা ঘটে। দিদির বাড়ি ঘুরতে গিয়ে দিদির শ্বশুরের মারে মৃত্যু হয় এক যুবকের। জানা যায়, মৃত যুবকের নাম রবি মন্ডল, বয়স ২৩ বছর। বাড়ি ইংরেজবাজারের তেলিপুকুর এলাকায়। তিনি শনিবার পুরাতন মালদার সাহাপুর সেতুমোড় এলাকায় তার দিদির বাড়ি ঘুরতে ঘুরতে গিয়েছিলেন। ওই সময় দিদি এবং জামাইবাবুর মধ্যে কোন বিষয় নিয়ে বগড়া-বিবাদ শুরু হয়। রবি সেই বিবাদ থামাতে যায়। অভিযোগ ওই সময় দিদির শ্বশুর কৈলাস দাস ব্যাট নিয়ে তার উপর হামলা চালায়। তাকে ব্যাট দিয়ে আঘাত করে। সেই আঘাতেই মৃত্যু হয় রবি মন্ডলের। ফলে ঘটনার পরপরই বাড়ি ছেড়ে গা ঢাকা দেয় অভিযুক্ত কৈলাস দাস। তাই মালদা থানার পুলিশ তার খোঁজে তদন্ত শুরু করে এবং শনিবার রাতেই পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। আদালতে যাওয়ার সময় ধৃত অভিযুক্ত দাবী করে, সে আত্মরক্ষার জন্য ব্যাট দিয়ে মেরেছিল। মেরে ফেলার কোন অভিপ্রায় ছিল না।