দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার বালুরঘাট থানার পক্ষ থেকে শুভায়ন হোমে আবাসিকদের ভাইফোঁটা অনুষ্ঠান করা হয়। আজকের এই অনুষ্ঠানে ৪৮ জন আবাসিক কে ভাইফোঁটা দেওয়া হয়। এই অনুষ্ঠানে শুভায়ন হোমের বাচ্চাদেরকে খাবারের প্যাকেট এবং পেন দেওয়া হয়। উপস্থিত ছিলেন শুভায়ন হোমের সুপারেনটেনডেন্ট সহ অন্যান্য কর্মীরা। এই ভাইফোঁটা কেন্দ্র করে শুভায়ন হোমের বাচ্চাদের উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
Home রাজ্য উত্তর বাংলা রবিবার বালুরঘাট থানার পক্ষ থেকে শুভায়ন হোমে আবাসিকদের ভাইফোঁটা অনুষ্ঠান করা হয়।