দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘ ৪০ বছরের দুর্ভোগ কাটতে চলেছে অবশেষে, তৈরি হতে চলছে ১ কোটি ১৮ লক্ষ্য টাকা ব্যায়ে গার্ড ওয়াল। ওয়ার্ড কাউন্সিলরের মুখে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে খুব সিগ্রোহী। ঠিক এমনি খবর বালুরঘাট পৌরসভা সূত্রে। চাঞ্চল্য কর ঘটনাটি বালুরঘাট পৌরসভার ১১ নং ওয়ার্ডে। যদি ভৌগোলিক দিক দিয়ে দেখা যায় তবে লক্ষ করা যাবে এই ১১ নং ওয়ার্ড বালুরঘাট শহরের একদম মধ্যখানে অবস্থিত, তবে এই ওয়ার্ডেই অবস্থিত বালুরঘাট শহরের সব চেয়ে বড়ো কলোনি, যাকে একে গোপালোন কলোনি নামে পরিচিত। সূত্র মারফত জানাজায় আনুমানিক ৬০০০ অধিক লোক সংখ্যা এই ১১ নং ওয়ার্ডে বসবাস করে। এই ওয়ার্ড দিয়েই বয়ে গেছে আত্রেয়ী খড়ি, যা বালুরঘাট আত্রেয়ী নদীর এক লাইফ লাইন। প্রসঙ্গত অতি ভারী বৃষ্টি পাশাপাশি বন্যা প্রতিকুল পরিস্থিতে এই আত্রেয়ী খাড়ির জল বেড়ে যায় ও বেড়ে যাওয়ার জেরে প্লাবিত হয়ে পড়ে সারা এ কে গোপালন কলোনি। ভীষণ অসুবিধের সম্মুখীন হতে হয় সাধারণকে। কোনো ক্ষেত্রে লক্ষ করা যায় স্থানীয়দের বাড়ি ভেঙে ভেসে গেছে জলের স্রোতে। এই দুর্ভোগ আজ না প্রায় ৪০ বছর ধরে সোয়ে আসছে ১১ নং ওয়ার্ড তথা একে গোপালন বাসিন্দারা। বামফ্রন্ট সরকার থাকা কালীন স্থানীয় বাসিন্দারা এই দুর্ভোগের কথা জানিয়েছিলো তবে তৎকালীন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পাশাপাশি প্রশাসন এই অসুবিধের কোনো সুরাহা করে উঠতে পারে নি। আত্রেয়ী নদীর জল এই আত্রেয়ী খাড়ি দিয়ে বেশি পরিমাণে বয়ে গেলে প্লাবিত হয়ে পড়ে একে গোপালোন কলোনি। ভেসে যায় স্থানীয়দের বাড়ি। রাজ্যে পালাবদল হয়েছে , কালের নিয়মে সময় পরিবর্তন হয়েছে। উল্লেখ্য ২০২২ সালে বালুরঘাট পৌরসভা নতুন বোর্ড গঠন করে ১১ নং ওয়ার্ডে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ এলাকা বাসিকে প্রতিশ্রুতি দিয়েছিলো দীর্ঘ ৪০ বছরের দুর্ভোগ কাটিয়ে দেবেন, সেই মতো পথ চলা শুরু। মুখে দেওয়া প্রতিশ্রুতি অবশেষে বাস্তবে রূপ নিতে চলেছে। জানাজায় এক কোটি আঠেরো লক্ষ্য টাকা ব্যায়ে তৈরি হবে গার্ড ওয়াল। সম্পূন্ন আত্রেয়ী খাড়ি কে করা হবে নতুন করে সংস্কার। রিটায়ার চার জন আই এ এস অফিসার এনে ডিপেয়ার এস্টিমেট করে তা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। সেই মতো অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার। ওয়ার্ড কাউন্সিলর বিপুল কান্তি ঘোষের উদ্যোগে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র সহযোগিতায় ও রাজ্য তথা জেলার মন্ত্রী বিপ্লব মিত্র প্রচেষ্টায় অতি দ্রুত কাজটি সেচ দপ্তরের দারা সম্পূন্ন হবে। ১ কোটি ১৮ লক্ষ অর্থ বরাদ্দে কাজটি সম্পূন্ন হবে। বালুরঘাট পৌরসভা সূত্রে জানা যায় খুব তাড়াতাড়ি বালুরঘাট আত্রেয়ী খাড়ির আর সংস্কার ও গার্ড ওয়াল এর কাজ শুরু হবে। দীর্ঘ ৪০ বছরের দুর্ভোগ অবশেষে কেটে যাবে। আর কষ্ট করতে হবে না, একে গোপালন কলোনির বাসিন্দাদের। আজ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিপুল কান্তি ঘোষের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে স্থানীয় ওয়ার্ড বাসিন্দারা।