মালদায় কালীপুজো পর্ব সম্পন্ন হতে না হতেই বাঙালি থেকে অবাঙালি মেতে উঠবে ছটপুজোর উৎসবে তারই প্রস্তুতি পর্ব শুরু ।

0
17

নিজস্ব সংবাদদাতা, মালদা––মালদায় কালীপুজো পর্ব সম্পন্ন হতে না হতেই বাঙালি থেকে অবাঙালি মেতে উঠবে ছটপুজোর উৎসবে তারিখ প্রস্তুতি পর্ব শুরু । যার অঙ্গ হিসেবে সোমবার থেকেই ছট ভক্তদের জন্য নদীঘাট সাজিয়ে তোলার কাজ শুরু করল পুরাতন মালদা পৌরসভা। এদিন সকাল থেকেই পুরাতন মালদার মঙ্গলবাড়ি স্কুলপাড়া ঘাট, নবাবগঞ্জ ঘাট, দোহরঘাট, সদরঘাট সহ মোট ২৫টি নদীঘাটে পৌরসভার পক্ষ থেকে শ্রমিক লাগিয়ে ঘাট প্রস্তুত করার কাজ শুরু হয়। নদীঘাটে দাঁড়িয়ে থেকে সেই কাজে নজরদারি চালান পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি জানান, এবছর দেরীতে মহানন্দার জল নেমেছে। তাই বিভিন্ন নদীঘাটে কাদা রয়েছে। সেই সঙ্গে জলের গভীরতাও আছে। তাই পৌরসভার পক্ষ থেকে ঘাটগুলি মাটি ফেলে পুণ্যার্থীদের পুজো করার উপযুক্ত করে তুলছেন। এছাড়াও কোন ভক্ত যাতে মহানন্দার গভীর জলে নামতে না পারেন সেজন্য শালবোল্লা দিয়ে বিভিন্ন নদীঘাটে বাঁশের ব্যারিকেড তৈরি করছেন। এছাড়াও অন্যান্য সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে। যাতে ছট মাইয়ার ভক্তরা ছটপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন।