রক্ষক ই ভক্ষক এবার বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে l

0
10

নিজস্ব সংবাদদাতা, মালদা—–রক্ষক ই ভক্ষক এবার বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে l চাঞ্চল্যকর ঘটনাটি করেছে হবিবপুর থানার ঋশিপপুর অঞ্চলে l বাড়িতে ঢুকে এক মহিলাকে বিবস্ত্র করে ধর্ষণের অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে। গত শুক্রবার কালীপুজোর দিন ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিষয় সম্বন্ধে জানিয়ে গত শনিবার প্রথমে হবিবপুর থানায় অভিযোগ করা হয় কিন্তু পুলিশ কোন রকম ভাবে পদক্ষেপ করে না তাই পরবর্তীতে সোমবার পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ জানান ওই নির্যাতিতা গৃহবধূ । নির্যাতিত গৃহবধূ জেলা পুলিশ সুপারের সাথে এই বিষয়ে সরাসরি কথা বলেন যদিও জেলা পুলিশ সুপার এই বিষয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন নির্যাতিতা মহিলাকে l
জানাযায়, অভিযুক্ত সিভিকের নাম মনোজ মন্ডল। বাড়ি হবিবপুরে ঋষিপুর অঞ্চলে
মহিলার অভিযোগ, ঘরে কাপড় পাল্টানোর সময় হঠাৎ ঢুকে পড়ে ওই সিভিক। এরপর আমার হাত, মুখ চেপে ধরে বিবস্ত্র করে ধর্ষণ করে সে। আমার চিৎকার শুনে মা-বাবা ঘরে এসে পড়লে সে পালিয়ে যায়। এরপর গত শনিবার প্রথমে হবিবপুর থানায় ও পরবর্তীতে সোমবার পুলিস সুপারের কাছে এবিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে।
যদিও অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবি করেন সিভিক ভলেন্টিয়ার মনোজ মন্ডল। সে জানায়, শুক্রবার ওই মহিলা তাকে হাসানোর চেষ্টা করছে l ঘটনার সময় আমি আমার স্ত্রীকে নিয়ে মন্দিরে পুজো করছিলাম। মিথ্যে অভিযোগ করে ফাসানো হচ্ছে আমাকে।
নির্যাতিতা মহিলার আরও অভিযোগ, ঘটনার পর ওই সিভিকের পরিবার লোহার রড নিয়ে বাবা-মা ও আমার উপর চড়াও হয় মারধর করে। ঘটনায় বাবার মাথা ফেটে যায়।
পাল্টা সিভিক জানায়, যেহেতু আমি সিভিকের কাজ করি সেই কারণে আমাকে হেনস্থা করার চেষ্টা করছেন ওই মহিলা। তদন্তে সব পরিষ্কার হয়ে যাবে।
বিষয় প্রসঙ্গে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গৃহবধূ নির্যাতরা মহিলার অভিযোগ হবিবপুর থানার পুলিশ প্রথমে তার অভিযোগ নিতে অস্বীকার করে পরবর্তীতে কিছুক্ষণ বসিয়ে রাখার পর তার অভিযোগ পত্র জমানায় তবে অভিযোগ করার এতদিন পরেও পার হয়ে গেলেও অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার মনোজ মন্ডল সহ বিরুদ্ধে কোনরকম ভাবে পুলিশ পদক্ষেপ গ্রহণ করেনি যার ফলে এবার তারা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন l
এই ঘটনাকে কেন্দ্রে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর উত্তর মালদা বিজেপির সভাপতি উজ্জ্বল দত্ত জানান পশ্চিমবঙ্গ এখন ধর্ষণে ভারতবর্ষে এখন শীর্ষস্থান অধিকার করেছে । অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ কে ভারতবর্ষে দর্শনের দিক থেকে এক নম্বর স্থান অধিকার করেছে । কালী পুজোর রাত্রে যে ঘটনাটি ঘটেছে এটা নিন্দনীয় ঘটনা এর সঙ্গে জড়িত একজন সিভিক ভলেন্টিয়ার । কিন্তু আজকে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোনো রকম ভাবে পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে আজকে তারা জেলা পুলিশ সুপারের কাছে দ্বারস্ত হয়েছেন । আজকে যেহেতু একজন সিভিক পুলিশ এর সাথে পুলিশ আধিকারিক সব একসাথে মিলেমিশে গিয়েছে । আসলে সবার কাছে একটাই বার্তা যাচ্ছে পুলিশ এই ধর্ষকদেরকে উৎসাহিত করছে। এই পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে । মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান হবিবপুরের যে ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে হবিবপুর থানা পুলিশ যথেষ্ট তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের কাজ করবে আইন কাউকে হাতে নিতে দেবে না । পুলিশ কে পুলিশের কাজ করতে দিতে হবে আর বিজেপি যত কম কথা বলে তত ভালো ভারতবর্ষের মানুষ আজকে গুণ নামের ইতিহাস হাস্যাতের ইতিহাস জানে l বাংলায় আইন-শৃঙ্খলা যথেষ্ট রয়েছে এবং আগামীতেও থাকবে