পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত বিদ্যাসাগর শিল্প তালুকে আদিত্য বিড়লার নির্মীয়মান রং কারখানার গেট আটকে বিক্ষোভ দেখালেন জমিদাতা ও গ্রামবাসীরা। মঙ্গলবার কাজের দাবিতে কারখানার গেট আটকে দেওয়ায় কোন কর্মী কারখানায় ঢুকতে পারেননি। এইদিন সকাল থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ। যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ এসে সমাধান করে ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
জমিদাতা গ্রামবাসী গয়া প্রসাদ দোলই বলেন, জমি দেওয়ার সময় আমাদের বলা হয়েছিল চাকরি দেওয়া হবে। কিন্তু চাকরি দেওয়া হয়নি।বাইরে থেকে ছেলেরা এসে কাজ করছে। আমাদের বাড়ির বেকার ছেলেমেয়েদের কাজ দেওয়া হোক। আমাদের বাড়িতে অনেক শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে। গয়া প্রসাদ জানান, ঘোলগেড়িয়া মৌজায় প্রায় ৫০ টি পরিবার কারখানার জন্য জমি দিয়েছেন। সমস্যার সমাধানে কারখানা কর্তৃপক্ষ কথা বলে কোন সিদ্ধান্তে না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা শ্রমিকদের কারখানায় ঢুকতে না দিয়ে কাজ বন্ধ রেখে গ্রামবাসীদের কাজের দাবিতে কারখানার...