ছট পুজোর আগে ছট পুজোর দিনই নদীর ঘাট পরিদর্শন করলেন জেলার জেলা প্রশাসন।

0
17

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ছট পুজোর আগে ছট পুজোর দিনই নদীর ঘাট পরিদর্শন করলেন জেলার জেলা প্রশাসন।ছট পুজো উপলক্ষে গঙ্গারামপুর শহরের পূর্ণভবা নদীর বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন জেলাশাসক বিজন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ প্রশাসনিক আধিকারিকগণ। এদিন দুপুর সাড়ে বারোটার দিকে গঙ্গারামপুর পুরসভার আশ্রম ঘাট পরিদর্শন করলেন। ঘাট গুলিতে পুরসভার তরফে একাধিক কাজ করা হচ্ছে। সেই সব কাজ কি ভাবে হচ্ছে তা সরেজমিনে খতিয়ে দেখতে পূর্ণভবা নদীর বিভিন্ন ঘাট পরিদর্শন করেন। পরে এনিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। ছট পুজোর ঘাট নিয়ে কি ধরবের ব্যবস্থা করা হচ্ছে তা বলেন চেয়ারম্যান।